নিজস্ব প্রতিবেদক: গত দুই/তিন দিন আগে যারা ঢাকা থেকে রাজশাহী এসেছেন তাদের ১৪ দিন পর্যন্ত নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক হামিদুল হক। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য প্রতিবেশীদের অনুরোধ করা যাচ্ছে। সম্প্রতি যারা ঢাকা থেকে রাজশাহী এসেছেন
তারা হোম কোয়ারেন্টাইনে যদি না থেকে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করেন তাহলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, থানা ও রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের কন্ট্রোলরুমে জানানোর জন্য অনুরোধ করেন। ( জেলা প্রশাসন কার্যালয়ের কন্ট্রোল রুমের নম্বর সমূহ 0721-775692 ও ০১৬১৯৩০২৮৩০) । যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে তিনি জানান। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে ব বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমকে