খবর২৪ঘণ্টা ডেস্ক: ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১০১১) প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। শনিবার (১৪ জুলাই) সকাল ৭টা ৫৫ মিনিটে হজ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে।
বিমান অফিস জানায়, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দার কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর হজ মুহাম্মাদ মাকসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের স্বাগত জানাবেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন