খবর ২৪ঘণ্টা ডেস্ক: হজরত শাহজালাল (রহ.), শাহ পরান (রহ.) ও জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচারে নামার অপেক্ষায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।
জোটের প্রধান নেতা ড. কামাল হোসেন সিলেট পৌঁছালে মাজার জিয়ারতে যাবেন তারা। ড. কামাল হোসেন যে উড়োজাহাজে করে আসবেন, সেটা বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, দুপুরের মধ্যে সিলেট পৌঁছেছেন ঐক্যফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।
সাড়ে ১২টায় বেসরকারি একটি উড়োজাহাজে করে সিলেট পৌঁছান আ স ম আবদুর রব, আব্দুল কাদের সিদ্দিকী।
বুধবার দুপুর সাড়ে ১২টায় তারা সিলেট পৌঁছেন। তার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন তারা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি এ তথ্য জানিয়েছেন
এর আগে সকালে তিনি জানান, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, জেএসডির সভাপতি আসম আবদুর রব, ডা. জাফরুল্লাহ চৌধুরী সিলেট যাচ্ছেন।
তিনি আরও জানান, সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত শেষে প্রচার কাজে অংশ নেবেন তারা।
এদিকে, সিলেটে আজ ঐক্যফ্রন্টের জনসভা করার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। তবে মাজার জিয়ারত শেষে গণসংযোগ করে ধানের শীষে ভোট চাইবেন ঐক্যফ্রন্ট নেতারা।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন ড. কামাল। বিষয়টি জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।
খবর ২৪ঘণ্টা/ নই