নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর প্রতিটি স্থানে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপনসহ ১৩ দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহীর তরুণেরা। ‘তারুণ্যের জয় হবে নিশ্চয়ই’ এই স্লোগানে এগিয়ে চলা রাজশাহীর তরুণ সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ- ইয়্যাস’র উদ্যেগে এ কর্মসূচি পালিত হয়। সোমবার সকালে রাজশাহী মহানগরীর শহিদ এএইচএম কামারুজ্জামান চত্বরে (রেলগেট) তারা এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি শেষে তরুণরা রাজশাহী মহানগর পুলিশের কমিশনার, রাজশাহী জেলা প্রশাসক বরাবর ১৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন, তরুণ সংগঠন ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওন। মানববন্ধনে বক্তব্য দেন বারসিকের বরেন্দ্র অঞ্চলের সমন্বয়কারী শহিদুল ইসলাম, ইয়্যাসের সাধারণ সম্পাদক নাজমুল
ইসলাম আকাশ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফাতেমা আলী মেঘলা প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে এলিজ্যাবল ইয়ুুথ ফর ইভোলিউশনের (আই), সুর্যকিরণ বাংলাদেশ, সামাজিক স্কুল, বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা কেন্দ্র সহ বিভিন্ন তরুণ সংগঠন অংশগ্রহণ করে। ১৩ দফা দাবির মধ্যে রয়েছে, রাজশাহীতে প্রতিটি স্থানে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন, সকল ট্রাফিক পুলিশের কাছে ওয়্যারলেস প্রদান, প্রতিটি স্থানে নির্দিষ্ট দূরত্ব পরপর যানবাহনে যাত্রী ওঠানামা করার জন্য নির্দিষ্ট স্থানে স্টপেজ, সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) দ্বারা পর্যবেক্ষণ, ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধ, নগরীর বিভিন্ন স্থানে
প্রয়োজন অনুসারে পর্যাপ্ত ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং স্থাপন, আইন অমান্যকারীদের শাস্তি নিশ্চিত, ট্রাফিক আইন মান্যকারীদের পুরস্কৃত করা, দায়িত্বে অবহেলাকারী ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের শাস্তি নিশ্চিত, যানবহনে উচ্চ আলো সৃস্টিকারী সাদা আলোর লাইট ব্যবহার বন্ধ, রাস্তার ধারে দৃশ্যমান স্থানে পর্যাপ্ত নির্দেশিকা প্রদান, যানবহনে উচ্চমাত্রার শব্দ দূষণকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ করতে হবে এবং ব্যবহারকারীর শাস্তি নিশ্চিত ও ফিটনেস বিহীন পরিবেশ দূষনকারী কালো ধোয়া যুক্ত যানবহন চলাচল বন্ধ করতে হবে। এতে সহযোগিতা করেন, বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইডিজিনাস নলেজ)।
খবর ২৪ ঘণ্টা/আর