নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাঘা উপজেলার আটঘরি মোড়ে রাস্তায় ডাকাতির মামলায় তিনজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত ও অনাদায়ে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ১৭ জানুয়ারী রাত আনুমানিক সাড়ে নয়টার
দিকে বাঘা উপজেলার আটঘরি মোড়ে একটি দোকানের সামনে পাকা রাস্তার উপরে একটি ডাকাতির ঘটনা ঘটে। ওই গ্রামের আনিছুর রহমান বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। আসামীরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে বিচার চলে।
আটজন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদার। আসামীদের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী এলাকায়।
আর/এস