খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বাংলাদেশে ডট বাংলা ডোমেইন নিবন্ধনে প্রিমিয়াম ক্যাটাগরি থাকছে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। ফলে এখন থেকে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন একই মূল্য বাৎসরিক ৮০০ টাকা ফিতে দেওয়া হবে।
বুধবার বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ডোমেইন বরাদ্দ বা নিবন্ধন করা হবে।
পূর্বে প্রিমিয়াম ক্যাটেগরির জন্য বাৎসরিক ফি ছিল যথাক্রমে পাঁচ হাজার, ১৫ হাজার ও ২৫ হাজার টাকা, যা কমিয়ে বর্তমানে সমহারে মাত্র ৮০০ টাকা ধরা হয়েছে। তাছাড়া অনলাইনে ডোমেইনের জন্য আবেদন, বরাদ্দ ও পেমেন্টের ব্যবস্থা রয়েছে।
আগ্রহী গ্রাহকদেরকে অনলাইনে নিবন্ধনের জন্য বিটিসিএলের ওয়েবসাইট বিটিসিএল.বাংলা অথবা www.btcl.com.bd ভিজিট করতে অনুরোধ জানিয়েছে বিটিসিএল।
খবর২৪ঘণ্টা.কম/রখ