খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে বাস উল্টে বাদশা মিয়া (৩০) নামে এক হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শিবগঞ্জ বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাদশা মিয়া ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ থেকে ‘মা এন্টারপ্রাইজ’ নামে একটি যাত্রীবাহী বাস ঠাকুরগাঁও আসছিলো। বিকেল সাড়ে ৫টায় শিবগঞ্জ বিমানবন্দর এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাস হেলপার বাদশা মারা যান। এ সময় কমপক্ষে ১০ যাত্রী আহত হন। পরে আহতদের ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে আরো ২ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিসৎসক তানিয়া আরফিন জানান, হাসপাতালে দুর্ঘটনায় ভর্তি হওয়া গুরুতর আহত ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) সিফায়াতুল মাজদার সিফাত হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ