সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞায় মার্কিন সুপ্রিম কোর্টের সিলমোহর

অনলাইন ভার্সন
ডিসেম্বর ৫, ২০১৭ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: অবশেষে দুনিয়ার ৬টি মুসলিম অধ্যুসিত দেশের নাগরিকদের মার্কিন ‌যুক্তরাষ্ট্রে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করার ছাড়পত্র পেয়ে গেল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার এ ব্যাপারে অনুমতি দিয়ে দিল মার্কিন ‌যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ৯ বিচারপতির মধ্যে ৭ জন নিষেধাজ্ঞার পক্ষে মত দেন।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পরই জঙ্গি হামলার আশঙ্কায় ৬টি দেশের নাগরিকদের মার্কিন মুলুকে ঢোকার উপরে নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে নিজের দেশেই প্রবল সমালোচনার মুখে পড়ে ‌যান নবনি‌যুক্ত প্রেসিডেন্ট। আদালতেও তাঁর ওই নিষেধাজ্ঞা মুখ থুবড়ে পড়ে। ফলে সেই নিষেধাজ্ঞা জারি করতে পারেননি ট্রাম্প। তবে এবার আর সেই বাধা রইল না।

মার্কিন প্রেসিডেন্ট এবার সেই নিষেধাজ্ঞা জারি করলে তার আওতায় পড়ে ‌যাবে চাদ, ইরান, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া ও সোমালিয়ার মতো দেশ। পাশাপাশি উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের উপরেও ওই নিষেধাজ্ঞা বলবত হল। এর আগে মার্কিন নিম্ন আদালত রায় দিয়েছিল ওই ৬ দেশের ‌যেসব নাগরিকের আত্মীয়রা মার্কিন ‌যুক্তরাষ্ট্রে থাকেন তাদের ঢুকে দিতে হবে। এবার হয়তো সেটাও বন্ধ হতে চলেছে।

 

খবর২৪ঘণ্টা.কম/জন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।