নিজস্ব প্রতিবেদক :
ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযানে কাগজপত্রের ক্রটি থাকায় ৩১৩ টি মামলা দেওয়া হয়েছে। সেই সাথে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১১টি যানবাহন জব্দ করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের মাধ্যমে এ মামলা দেওয়া হয়। নগর পুলিশের মুখপাত্র ও ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে রাজশাহী মহানগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে মোট ৩১৩টি মামলা দেওয়া হয়। সেই সাথে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১১টি যানবাহন জব্দ করা হয়। এরমধ্যে ৯টি মোটরসাইকেল ও ২টি সিএনজি।
সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন পয়েন্টে এ মামলাগুলো দেওয়া হয়। এ ছাড়া দুপুর সাড়ে ১২টা থেকে নগরীর তিনটি স্থানে লক্ষীপুর, গোরহাঙ্গা ও সাহেব বাজার জিরোপয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চেকপোস্ট করা হয়। দুপুর আড়াইটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলে।তিনি আরো বলেন, ট্রাফিক সপ্তাহ শেষ হয়ে গেলেও আরএমপির ট্রাফিক বিভাগের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। মোটরসাইকেল আরোহীসহ অন্যান্য যানবাহন চালকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরজুড়ে মাইকিংও করা হচ্ছে।
খবর২৪ঘণ্টা/এমকে