1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ট্রাফিক পুলিশের ওপর হামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০:০০ অপরাহ্ন

ট্রাফিক পুলিশের ওপর হামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৬ ফেব্ুয়ারী, ২০২০

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দায়িত্ব পালনের সময় ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগে দেলোয়ার হোসেন দুলু (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ শহরের লিটন ব্রিজের মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

গ্রেফতার দেলোয়ার হোসেন দুলু নওগাঁ সদর উপজেলার ভবানীপুর কাঁঠালতলী গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে এবং জেলা যুবলীগের সাবেক সদস্য। ওই রাতেই নওগাঁ সদরের ট্রাফিক টিএসআই বেলাল হোসেন বাদী হয়ে মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন শহরের পার-নওগাঁর মহল্লার মৃত সাদেকের ছেলে সজল, শাহী মসজিদ মোড়ের মনিরুজ্জামান জুয়েল, চক-রামচন্দ্রের সাদিক এবং আরজি-নওগাঁ লাটা পাড়ার জহুরুলসহ অজ্ঞাত ৩-৪ জন।

মামলার এজাহার থেকে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই টিএসআই বেলাল হোসেন লিটন ব্রিজের মোড়, হোটেল নীল সাগর ও এর আশপাশে যানজট নিরসনের দায়িত্বে ছিলেন। রাত ৮টা ১০ মিনিটে শহরের ডাবপট্টিতে যানজট সৃষ্টি হলে এগিয়ে যান বেলাল হোসেন। এ সময় তিনি দেখেন মাহমুদা প্লাজার সামনে একটি মোটরসাইকেল রাখায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তিনি মোটরসাইকেলের মালিককে খুঁজতে থাকেন। কিছুক্ষণ পর মোটরসাইকেলের মালিক দেলোয়ার হোসেন দুলু এলে তাকে সরাতে বলা হয়।

কিন্তু মোটরসাইকেলটি না সরিয়ে দাপট দেখান দুলু। পুনরায় মোটরসাইকেলটি সরানো জন্য অনুরোধ করা হলে তিনি মারমুখী আচরণ করেন। এ অবস্থায় টিএসআই পথচারীদের সহায়তায় মোটরসাইকেলটি রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় টিএসআইকে দেখে নেয়া হবে বলে মোটরসাইকেল নিয়ে চলে যান দুলু।

পরে টিএসআই বেলাল হোসেন হোটেল নীল সাগরের সামনে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালনের সময় রাত ৮টা ২৫ মিনিটে দেলোয়ার হোসেন দুলুসহ অজ্ঞাত আরও ৮/১০ জন দলবদ্ধ হয়ে হামলা চালায়। এতে টিএসআইয়ের জ্যাকেটের পকেটসহ অন্যান্য স্থান ছিঁড়ে যায় এবং তিনি রাস্তার ওপর পড়ে যান। বিষয়টি ওয়াকিটকির মাধ্যমে পুলিশের কন্ট্রোল রুমে জানান টিএসআই। তখন ওয়াকিটকি কেড়ে নিয়ে রাস্তার ওপর ছুড়ে ভেঙে ফেলা হয়।

টিএসআই দৌড়ে স্বপনের দোকানের সামনে গিয়ে সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সার্জেন্ট শাহাদৎ হোসেনকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলুকে আটক করলে অন্যরা পালিয়ে যায়।

নওগাঁ জেলা যুবলীগের সভাপতি খোদাদদ খান পিটু বলেন, এটি নিছক একটি ঘটনা। ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে।

নওগাঁ সদর থানা পুলিশের ওসি (তদন্ত) ফয়সাল বিন আহসান বলেন, ঘটনাস্থল থেকে দেলোয়ার হোসেন দুলুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে বাধা, আক্রমণ, অপরাধমূলক বলপ্রয়োগ, ক্ষতিসাধন ও আঘাত প্রদানে পেনাল কোডের ধারায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদেরও গ্রেফতার করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST