1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ট্রাক বোঝাই ফেন্সিডিলসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

ট্রাক বোঝাই ফেন্সিডিলসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
ট্রাক বোঝাই ভারতীয় ২ হাজার ৮৬ বোতল ফেন্সিডিলসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন দারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপরে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার শিবপুর গ্রামের আকরাম শেখের ছেলে নুর নবী শেখ @ মামুন (৩৬) ও শিবগঞ্জ থানার নামোটোলা মনাকষা গ্রামের সাইদুর রহমান ওরফে ভগলুর ছেলে রিপন (১৯)। এ সময় ভারতীয় ২০৮৬ বোতল ফেন্সিডিল, ১টি ট্রাক ও ১২৫ ক্যারেট জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ১৫ আগষ্ট র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট এলাকা হতে কতিপয় মাদক ব্যবসায়ী ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ ফেনসিডিল অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা মেট্টো-ন ১৫-২১০৬ নম্বরযুক্ত ট্রাকে আমের মধ্যে বহন করে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছে। বিষয়টি জানতে পেরে ফেনসিডিল বোঝাই ট্রাকসহ মাদক ব্যবসায়ীদেরকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের একটি আভিযানিক দল সরকারী গাড়ীযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন দারিয়াপুর ট্রাক স্ট্যান্ডের সামনে কৌশলে অবস্থান গ্রহণ করে। সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ট্রাক আসতে দেখে রাস্তার উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে ট্রাকটি আটক করে ও দুই মাদক ব্যবসায়ী নুরনবী ওরফে মামুন ও সাইদুরকে আটক করে। তাদের স্বীকারোক্তিমতে ট্রাক তল্লাশী করে ট্রাকের ভিতরে আমের ক্যারেটের নীচে ১২ টি ক্যারেটে

রক্ষিত সর্বমোট ২০৮৬ বোতল ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয় এবং ট্রাকসহ ট্রাকে রক্ষিত ১২৫ ক্যারেট আম যার ওজন অনুমান-৬০ মন জব্দ করা হয়। মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য অবৈধভাবে চোরাইপথে সংগ্রহ করে ট্রাকে করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাচারের সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় জব্দকৃত ফেনসিডিল সমূহ বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ট্রাকে লোড করে ঘটনাস্থল হয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল মর্মে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে। তারা আরও জানায় যে, ইতোপূর্বে তারা একাধিকবার অত্র চাঁপাইনবাবগঞ্জ জেলা হতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য পাচার করেছে এবং তারা একটি সংঘবন্ধ সক্রিয় চক্র হিসাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST