খবর২৪ঘণ্টা ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হলেন- ছাতক পৌর শহরের মল্লিকপুরের মোজাম্মেল হক (৬০) ও গোবিন্দগঞ্জের সামছুল ইসলাম (৪৫)। বাকি একজনের নাম জানা যায়নি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জগামী মালবাহী ট্রাকের সঙ্গে গোবিন্দগঞ্জ থেকে সিলেটগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মোজাম্মেল হক, সামছুল ইসলাম ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জয়কলস হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রণি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।