খবর২৪ঘণ্টা ডেস্ক: গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের নুরি মুন্সীর ছেলে শহিদুল মুন্সী (৩৫) এবং একই গ্রামের বিলু মুন্সীর ছেলে বাবু মুন্সী (৩০)। এসময় মহাসড়ক দিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
গোপালগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, নিহত শহিদুল মুন্সী এবং বাবু মুন্সী একটি থ্রি-হুইলার নিয়ে যাত্রী ওঠানোর জন্য শহরের পুলিশ লাইনস মোড়ে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক থ্রি-হুইলারটিকে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায়। এতে মহাসড়কের উপর ছিটকে পড়ে শহিদুল মুন্সী ঘটনাস্থলে মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে মারাত্মক আহত বাবু মুন্সীকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মহাসড়ক দিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে মহাসড়ক থেকে থ্রি-হুইলারটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
খবর২৪ঘণ্টা, জেএন