খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে মাটিবাহী ট্রলিচাপায় সেকেন্দার আলী (৫৩) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী পৌরশহরের কালুগাড়ী পানহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেকেন্দার আলী গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেকেন্দার আলী পেশায় একজন পান ব্যবসায়ী। তিনি পান বিক্রির জন্য সকালে পলাশবাড়ী পানহাটে আসেন। পানহাটি সংলগ্ন পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়ক পারাপারের সময় ঘোড়াঘাট থেকে পলাশবাড়ীমুখী মাটিবাহী একটি ট্রলি সেকেন্দারকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই সাইফুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই