ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট ক্রিকেটকে আরো গুরুত্ব দিতে হবে: বিরাট কোহলি

admin
নভেম্বর ৩০, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

রয়েল খান স্পোর্টস ডেস্ক: আগামি দিনে ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে গেলে টেস্ট ক্রিকেটকে আরো গুরুত্ব দিতে হবে। দিল্লি ক্রিকেট অ্যাসোশিয়েশনের বার্ষিক অনুষ্ঠানে গিয়ে এমনটাই বললেন, ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
শুধু তাই নয় উঠতি ক্রিকেটারদের পাঁচদিনের ক্রিকেটের প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।

কোহলি জানান, ‘তরুণ প্রতিশ্রুতিমান ক্রিকেটারদের উচিত টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করা। এই ফর্ম্যাটের খেলায় ভিন্ন বৈচিত্র রয়েছে। পাঁচ দিনের ক্রিকেটই একজন ক্রিকেটারকে পরিণত করতে সাহায্য করে। বুধবার দিল্লি ক্রিকেট অ্যাসোশিয়েসনের এই অনুষ্ঠানে কোহলি ছাড়াও ছিলেন বিষাণ সিং বেদী, মহিন্দর অমরনাথরা। দুই কিংবদন্তীতে একমঞ্চে পেয়ে অতীতের স্মৃতিচারণায় ফিরে যান কোহলি। অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব- ১৬ বয়স ভিত্তিক দলে বিষাণ সিং বেদীর কোচিংয়ে খেলেছিলেন কোহলি। সেই স্মৃতির কথাই এদিন ডিডিসিএ-র অনুষ্ঠানে বলতে শোনা গেল কোহলিকে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।