ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ৩ কোটি টাকার ১ লাখ পিস ইয়াবাসহ ২টি নৌকা আটক

admin
নভেম্বর ৩০, ২০১৭ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: কক্সবাজারের টেকনাফের সৈকত এলাকা থেকে ৩ কোটি টাকা মূল্যমানের ১ লাখ পিস ইয়াবাসহ ২টি ছোট নৌকা জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম সৈকতের খুংখার পাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ দুটি নৌকা জব্দ করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আশ্রাফুজ্জামান জানান, আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশ তিনি ও অপারেশন ওসি শফিউল আজমের নেতৃত্বে পুলিশের একটি টিম টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম সৈকতের খুংখার পাড়া ঘাট এলাকায় এ অভিযান চালায়।

তিনি আরও জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে পশ্চিম বঙ্গোপসাগরে বড় ট্রলারে করে আসা ইয়াবার একটি বড় চালান খালাসের এমন সংবাদে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পুলিশ সাগরের মাঝ পথে বড় ট্রলার থেকে হাত বদল হওয়া মাছ ধরার ছোট নৌকাতে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ২টি ইয়াবা ভর্তি বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার মূল হোতাকে পলাতক আসামি করে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।