খবর২৪ঘণ্টা ডেস্ক: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে মাসুদ রানা ফরিদ (৪২) নামে ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্য (মেম্বার) নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার জলছত্র মাগন্তিনগর এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
মাসুদ রানা উপজেলার অরণখোলা ইউনিয়নের কাকরাইদ গ্রামের মৃত শামছুল মন্ডলের ছেলে। তিনি একই ইউনিয়নের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
পুলিশের ভাষ্যে, মাসুদ রানা পুলিশের মাদকের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে মধুপুর থানায় ৫টি মাদক মামলা রয়েছে। দু’দল মাদক কারবারির মধ্যে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া জানান, ভোরে উক্ত এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে মাদক বেচাকেনা ও টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ হয়। এরপর দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
পরে পুলিশ খবর পেয়ে সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাসুদ রানার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলেও জানান তিনি।
মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম জানান, মাসুদ রানার লাশ থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে ঘটনাস্থলে কোনো কিছু পাওয়া যায়নি।
খবর২৪ঘণ্টা.কম/জেএন