সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী

অনলাইন ভার্সন
নভেম্বর ২৯, ২০১৭ ৭:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

রয়েল খান স্পোর্টস ডেস্ক: রাজশাহী কিংসের হাতে আছে ৩টি ম্যাচ। সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকতে হলে তিনটি ম্যাচই জিততে হবে তাদের। সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকেও। ফলে চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয়ের বিকল্প নেই দলটির। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তও নিয়েছে রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি।

মজার বিষয় দুই দলের হাতেই ম্যাচ আছে আজকের ম্যাচ সহ তিনটি। যাতে দুই বারই মুখোমুখি হবে তারা নিজেরা। এই আসরে এর আগে দল দুটি একবারও মুখোমুখি হয়নি। পয়েন্ট টেবিলের তলানীতেই রয়েছে দল দুটি। তবে চিটাগং পরের তিন ম্যাচ জিতলেও সুপার ফোরে যাবার তেমন কোন সম্ভাবনা নেই।

রাজশাহী কিংস এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে। যাতে জয় রয়েছে ৩টি আর হার আছে ৬টি। তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে মুমিনুল-মিরাজরা। আর আজকের ম্যাচটি জিতে তারা তাদের সুপার ফোরের স্বপ্ন টিকেয়ে রাখতে চায়।

উল্টো দিকে ৯ ম্যাচ খেলে ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে রয়েছে স্বাগতিক চিটাগং ভাইকিংস। এক প্রকার এই ম্যাচটি তাদের জন্য নিয়ম রক্ষার ম্যাচ। তবে ঘরের মাঠতি শেষ ম্যাচ জিততে চায় এনামুল-সৌম্যরা।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।