খবর২৪ঘণ্টা ডেস্ক: টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ। এবার শুরু টি-টুয়েন্টি মিশন। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে সিলেটে। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ ওভারে বিনা উইকেটে ৭ রান। ব্যাট করছেন লিটন দাস (৫*) ও তামিম ইকবাল (২*)।
তিন পেসার নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ। উইন্ডিজ সফরের দলে না থাকা মোহাম্মদ সাইফুদ্দিন ফিরেছেন, তাকে জায়গা দিতে বাদ পড়েছেন নাজমুল ইসলাম অপু।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান (সাকিব আল হাসান), মাহমু্দউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমেয়ার, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, কেমো পল, শেলডন কটরেল, ওশানে থমাস।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।