রয়েল খান স্পোর্টস ডেস্ক: বিপিএলে আজকের দিনের প্রথম ম্যাচে লড়বে সিলেট ও চিটাগাং। ইতিমধ্যেই চিটাগাং টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আর সিলেটকে প্লে-অফ খেলতে হলে জিততে হবে শেষ দুই ম্যাচ।
তাই মাঠের লড়াইয়ে উভয় দল নিজেদের সেরাটা খেলতে চাইবে। যদিও এ মৌসুমের সবচেয়ে দূর্বল দল হচ্ছে চিটাগাং। তবে সিলেটের সঙ্গে টক্কর দেওয়ার মত ক্ষমতা তাদের রয়েছে।
যদিও সিলেটের শুরুটা দারুণ হয়েছিল, কিন্তু তাঁরা সেটা ধরে রাখতে পারেনি। সিলেট পর্বের পর দলের পারফরম্যান্স মুখ থুবড়ে পড়েছে। আর চিটাগাং শুরু থেকেই ধুঁকছিল এই মৌসুমে।
গতকাল তামিম-মাশরাফিরা ঢাকার উইকেট নিয়ে অভিযোগ করেছেন। তাই আজও যদি গতদিনের মত অবস্থা হয় তাহলে টি-টোয়েন্টি তার জৌলস হারাবে। এদিকে চিটাগাং ভাইকিংসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিক্সার্স।
খবর২৪ঘণ্টা.কম/রখ