খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: নিদাহাস ট্রফির আজকের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের এই পঞ্চম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।
ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে একটি পরিবর্তন। টানা কয়েক ম্যাচে ব্যর্থ হওয়া তাসকিন আহমেদ ছিটকে পড়েছেন দল থেকে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি।
বাংলাদেশের মত ভারতও মাঠে নামছে একটি পরিবর্তন নিয়ে। পেসার জয়দেব উনাদকাটের বদলে দলে এসেছেন মোহাম্মদ সিরাজ। মাঠে নামা তিন ম্যাচে দুই জয় নিয়ে বেশ শক্ত অবস্থানেই রয়েছে ভারত।
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় পেলেও পরিসংখ্যানের দিকে তাকালে মাহমুদউল্লাহদের একটু হতাশই হতে হবে। দুই দল একে অপরের বিপক্ষে মোট মাঠে নেমেছে ছয়বার। ছয় টি-টোয়েন্টির লড়াইয়ে ছয়টিতেই হেরেছে বাংলাদেশ। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের শুরুর ম্যাচেও ভারতের বিপক্ষে হেরেছেন তামিমরা।
কলম্বোতে মাঠে নামার আগে তাই বাংলাদেশের চোখ একখানেই। মাহমুদউল্লাহরা নিশ্চিতভাবে নজরটা দেবেন টি-টোয়েন্টির মঞ্চে ভারতের বিপক্ষে প্রথম জয়ের দিকেই। সঙ্গে ফাইনাল খেলতে জয়টা এগিয়েও দেবে বাংলাদেশকে। অন্যথায়, ১৮ মার্চের ফাইনালটায় বাংলাদেশের দর্শক বনে যাওয়ার আশঙ্কা বেড়ে যাবে।
বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম অপু।
খবর২৪ঘণ্টা.কম/রখ