খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে ফুটবল প্রেমীরা। মূল আসরকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। এরই লক্ষ্যে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে এবারের অন্যতম ফেভারিট ফ্রান্স। বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালি হারিয়েছে সৌদি আরবকে। তবে ঘরের মাঠে তিউনিসিয়ার বিপক্ষে ড্র করেছে পর্তুগাল।
রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠ স্তাদে ডি ফ্রান্সে নামে স্বাগতিকরা। যেখানে ৪০ মিনিটে অলিভার জিরুদের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আর তিন মিনিট পরেই জয়সূচক গোলটি করেন নাবিল ফেকির।
নিরপেক্ষ ভেন্যু সুইজারল্যান্ডের এএফজি অ্যারেনায় মুখোমুখি হয় ইতালি ও বিশ্বকাপে এশিয়া অঞ্চল থেকে সুযোগ পাওয়া সৌদি। ম্যাচে ২-১ গোলে জয় পায় আজ্জুরিরা।
এদিকে ঘরের মাঠ স্তাদিও মিউনিসিপাল ডি ব্রাগাতে তিউনিসিয়াকে আতিথিয়েতা জানায় পর্তুগাল। তবে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের। যদিও উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এ ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।
খবর২৪ঘণ্টা.কম/নজ