জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ১ দিন বয়সের ১১ হাজার ২শ পিচ সোনালী মুরগীর বাঁচ্চা আটক করেছে বিজিবি।
জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ মোঃ আনিছুল হক জানান, রবিবার গভীর রাতে কয়েকজন পাচারকারী কয়া সীমান্তের রামভদ্রপুর এলাকা দিয়ে বাঁচ্চা গুলো ভারতে পাচার করার সময় বিজিবির সদস্যর সেগুলো আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
পরে হিলি কাষ্টমস্ এ নিলামের মাধ্যমে বাঁচ্চা গুলো বিক্রয় করা হয় বলে তিনি জানান ।
খবর২৪ঘণ্টা.কম/রখ