জয়পুরহাট প্রতিনিধি: সরকারি কোষাগার থেকে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জয়পুরহাট জেলার ৫টি পৌরসভায় আবারও তিন দিনব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে।
রবিবার জয়পুরহাট পৌরসভা চত্বরে পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের উদ্যোগে সকাল ১০ টা থেকে এ কর্মসূচী শুরু হয়। এসময় জেলার জয়পুরহাট, আক্কেলপুর, ক্ষেতলাল, কালাই ও পাঁচবিবিসহ ৫টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অফিসের সকল কার্যক্রম বন্ধ রেখে এই কর্মবিরতিতে যোগদেন।
কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনে’র সভাপতি মাহমুদুল হাসান, সংগঠনের জেলা সাধারন সম্পাদক রবিউল হাসান রুপক ও সংগঠনের পৌর কমিটির সাধারন সম্পাদক আব্দুল করিম। এদিকে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির ফলে চরম দুর্ভোগে পড়ছেন পৌরসভায় কাজে আসা সাধারণ মানুষেরা।
খবর২৪ঘণ্টা.কম/নজ