নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিইউতে চিকিৎসাধীন নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই নারীর বাড়ি রাজশাহীর কাটাখালি এলাকায়।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, জ্বর সরদি নিয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়ে। তবে করেনা ভাইরাসের কারণে তার মৃত্যু হয়নি বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন, এক সেবিকার রক্তের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। সেটি এখনো আসেনি।
এমকে