খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: টুর্নামেন্টের মাঝপথেই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে পড়েন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ফলে নিজেদের অন্যতম সেরা অস্ত্র ছাড়াই দুটি ম্যাচে মাঠে নামতে বাধ্য হয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে ব্যাঙ্গালুরুর অপেক্ষা খুব বেশিদিন লম্বা করলেন না ডি ভিলিয়ার্স। পরের ম্যাচেই মাঠে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
নিজের অফিশিয়াল ওয়েবসাইটে ডি ভিলিয়ার্স জানান, ‘অবশেষে নিজেকে আবার মানুষ মনে হচ্ছে। ভয়ঙ্কর ভাইরাস জ্বরের কবলে পড়েছিলাম আমি। যার কারণে টানা ৪ দিন বিছানায় থাকতে হলো আমাকে। দুর্ভাগ্যবশত এ সময়ে ব্যাঙ্গালুরুর হয়ে দুটি ম্যাচ খেলতে পারিনি আমি। তবে এখন আমি অনেক বেশি ভালো বোধ করছি। পরবর্তী ম্যাচে খেলার জন্য শতভাগ প্রস্তুত আমি। চেন্নাইয়ের বিপক্ষে সেই ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
৫ মে শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে ব্যাঙ্গালুরু। ডি ভিলিয়ার্সকে ছাড়া দুটি ম্যাচের ১টিতে জয় পেলেও আরেকটিতে হেরেছে ব্যাঙ্গালুরু। সব মিলিয়ে ৮ ম্যাচে মাত্র ৩টিতে জিতেছে তারা। কোয়ালিফায়ার রাউন্ডের টিকিট পেতে বাকি থাকা ৬ ম্যাচে ইতিবাচক ফলাফল পেতে হবে ডি ভিলিয়ার্সের ব্যাঙ্গালুরুকে।
খবর২৪ঘণ্টা.কম/নজ