নিজস্ব প্রতিবেদক :
পবিত্র জেরুজালেমকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক ইসরাইলের রাজধানী ঘোষনার প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ।
শুক্রবার জুম্মার নামাজের পরে নগরীর রেলগেট চত্তর থেকে এই বিক্ষোভ মিছিল বের করে রাজশাহী শাখা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধমে শেষ হয়।
সমাবেশ থেকে পবিত্র জেরুজালেমকে ট্রাম্প কর্তৃক ইসরাইলের রাজধানী ঘোষনা করার তীব্র প্রতিবাদ জানানো হয়। সেই সাথে দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।
অন্যথায় মুসলিম বিশ্বকে সাথে নিয়ে কঠোর অান্দোলনের ঘোষনা দেওয়া হয়।
মিছিলে ইসলামী অান্দোলন বাংলাদেশ রাজশাহী শাখার বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা /এম কে