1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার হার পাকিস্তানের - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার হার পাকিস্তানের

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়েতে পাড়িয়ে জমিয়েছে পাকিস্তান দল। তবে এই সফরের শুরুটা ভালো করতে পারেনি রিজওয়ানের দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার হার উপহার দিয়েছে ম্যান ইন গ্রিনরা। এই ম্যাচে পাকিস্তানকে ৮০ রানে হারিয়েছে রোডেশিয়ানরা।

রোববার (২৪ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে ২০৫ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাব দিতে নিতে ৫৮ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসে রিজওয়ানরা। কিন্তু পাকিস্তান ইনিংসের ২১ ওভারে হানা দেয় বেরসিক বৃষ্টি। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে (ডিএলএস) ৮০ রানের জয় পায় স্বাগতিকরা।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০৫ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। দলীয় ১২৫ রানে ৭ উইকেট হারানোর পর সিকান্দার রাজা এবং রিচার্ড এনগারাভার ব্যাটে কোনোমতে দুইশ পার করে স্বাগতিকরা। রাজা করেন ৫৬ বলে ৩৯ এবং এনগারাভা করেন ৫২ বলে ৪৮ রান।

পাকিস্তানের হয়ে স্পিনার সালমান আলি আগা এবং ফয়সাল আকরাম নেন ৩টি করে উইকেট। এ ছাড়াও আমের জামাল, হাসনাইন এবং হারিস রাউফ নেন একটি করে উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় পাকিস্তান। রোডেশিয়ানদের দাপুটে বোলিংয়ে বিপরীতে ৫৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে রিজওয়ানরা। এদিন সাইম আইয়ুব (১১), আবদুল্লাহ শফিক (১), কামরান গুলাম (১৭), সালমান আগা (৪) এবং শূন্য রান করে আউট হন হাসিবুল্লাহ খান।

এক প্রান্ত আগলে রেখে দলের হাল ধরার চেষ্টা করছিলেন অধিনায়ক রিজওয়ান। তবে ২১ ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তাতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮০ রানে বিজয়ী হয় জিম্বাবুয়ে। ৪৩ বল খেলে ১৯ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান ।

জিম্বাবুয়ের হয়ে দুই করে উইকেট শিকার করেন ব্লেসিং মুজারবানি, শন উইলিয়ামস ও সিকান্দার রাজা।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST