1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘জিঙ্গাত’র রিমেকে ভাইরাল জাহ্নবী-ইশান - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

‘জিঙ্গাত’র রিমেকে ভাইরাল জাহ্নবী-ইশান

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুন, ২০১৮

খবর ২৪ঘণ্টা বিনোদন ডেস্ক: মুক্তি পেল ‘ধড়ক’র সেই গান যা নিয়ে সরগরম ছিল নেটদুনিয়া৷ মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিও ছিল এই গানের অপেক্ষায়৷ মারাঠি ছবি ‘সাইরাত’র রিমেক হল ‘ধড়ক’ তা তো সকলেই জানেন৷ ‘ধড়ক’র ট্রেলার মুক্তি পাওয়ার পর অধিকাংশ সিনেপ্রেমীদের ধারণা ‘সাইরাত’র ধারে কাছেও আসেনি ‘ধড়ক’৷ সেই ব্লকবাস্টার ছবির গান ‘জিঙ্গত’ও হিট ট্র্যাক৷

করণ জোহার সেই গানটিরও রিমেক বানাতে চলেছেন বলেই এতদিন শোনা গিয়েছিল৷ অবশেষে মুক্তি পেল সেই গান৷ ‘জিঙ্গত’ মারাঠি আমেজটা খানিক একরকম রেখেই বাকিটা বদলে ফেলেছেন সঙ্গীত পরিচালক অজয়-অতুল৷ হাই এনার্জির এই গানটি নিঃসন্দেহে পার্টি অ্যান্থেম হতে চলেছে বলেই দাবি করছেন নেটিজেনরা৷ গানটিতে জাহ্নবী-ইশানের চোখে চোখে প্রেমালাপও খানিক ধরা পড়েছে৷

লাজুক মধুকরের মুখ থেকে ‘আই লাভ ইউ’ বের করাতে মাত্র এক সেকেন্ড লাগল পার্থবীর৷ ডাকাবুকো মেয়ে যাকে বলে, তার থেকেও চরম, পার্থবী কাউকে ভয় করে চলে না সে৷ মাধুরও অবশ্য বেশ সাহসী৷ মধুর-পরীর প্রেমের কাহিনিতে ধরা দিল জাহ্নবী-ইশানের রশায়ন৷ ‘ধড়ক’র ট্রেলারে বলিউড পেল দুই তাবড় স্টারকিড৷ কয়েক মিনিটের ট্রেলারে মন ছুঁয়ে গিয়েছিল জাহ্নবী-ইশানের অভিনয়৷ ইশানের অভিনয় দর্শকরা আগেই মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’-এ দেখছেন৷ তবুও জাহ্নবী এবং ইশান, দু’জনের দিকেই সমানভাবে নজর রয়েছে সিনেপ্রেমীদের৷ ট্রেলারের কমেন্ট সেকশনে জাহ্নবীর সম্বন্ধে কেবল একটা কথাই ভরে উঠছিল৷ শ্রীদেবীর পুনর্জন্ম৷ এবং ইশান তো অনবদ্যই৷

বড়লোক বাবা-মায়ের আদুরে মেয়ে। সে শিক্ষিতা। ভবিষ্যতও উজ্জ্বল। সব কিছু ঠিক চলছিল। কিন্তু একদিন সে প্রেমে পড়ে। যদিও ছেলেটি মেয়েটির কাছে তাঁর স্বপ্নের রাজপুত্তুর। কিন্তু আদতে ছেলেটি ছিল গরীব ঘরের। ফলে কোনও ভাবেই তাদের এই প্রেম মেনে নিতে চায় না মেয়েটির পরিবার। অগত্যা পরিবার, ছেড়ে ছেলেটির হাত ধরে মেয়ের পালিয়ে বেড়ানো। আর পালিয়ে সোজা চলে আসে কলকাতা। যার জন্য কলকাতায় বিভিন্ন লোকেশনে শ্যুট করেছেন ‘ধড়ক’ জুটি।

শশাঙ্ক খইতানের রয়েছেন পরিচালনায়৷ প্রযোজনায় থাকছেন করণ জোহার, হিরু জোহার এবং অপূর্ব মেহতা৷ অনার কিলিংকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য৷ ছবিতে ভিলেনের ভূমিকায় আশুতোষ রানা৷ তাঁর চরিত্রটি মোড় ঘোরাবে চিত্রনাট্যের৷ মাধুর-পার্থবীর পথে কাঁটা হয়ে সেই দাঁড়াবে৷ যা পুরোপুরি বদলে দেবে তাদের জীবন৷ ছবির পরিচালক শশাঙ্ক খইতান৷ সঙ্গীত পরিচালক অজয় এবং অতুল৷ ২০ জুলাই মু্ক্তি পেতে চলেছে ছবিটি৷

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST