খবর ২৪ ঘণ্টা ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের ভূমিকায় মুগ্ধ হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
জাসিন্ডায় মুগ্ধ হয়ে এরই মধ্যে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন ইমরান। বৃহস্পতিবার টেলিফোনে জাসিন্ডাকে আমন্ত্রণ জানান তিনি খবর পাকিস্তানি সংবাদমাধ্যম উর্দুপয়েন্ট’র।এ সময় ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দাও জানান তিনি।
টেলিফোনে ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলার পর জাসিন্ডা আরডার্নের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ইমরান খান। তিনি বলেন, জাসিন্ডা সময় উপযোগী প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেছেন।
ইমরান বলেন, ‘হামলার পর মুসলিমদের প্রতি সংহতি জানানোর কারণে সারাবিশ্বের মানুষের মনে আপনার জন্য বিশেষ স্থান তৈরি হয়েছে। আপনাকে মুসলিম বিশ্ব কখনও ভুলবে না।’
উল্লেখ্য, ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করে ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলীয় বর্ণবাদী সন্ত্রাসী। এতে আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ।
খবর২৪ঘণ্টা, জেএন