খবর ২৪ঘণ্টা ডেস্ক: মাঠে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ফিফা। আন্তর্জাতিক ফুটবল সংস্থার এমন কঠোর অবস্থান থেকে বাদ যায়নি আয়োজক দেশ রাশিয়াও। ম্যাচ চলাকালে বৈষম্যমূলক ব্যানার প্রদর্শন করায় ১০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে রাশিয়া ফুটবল ফেডারেশনকে।
একই কাণ্ডে দ্বিতীয়বারের মতো জরিমানা গুনতে হচ্ছে সার্বিয়াকে। এ ছাড়াও জরিমানার খড়গে পড়েছে মরক্কো ও মেক্সিকো।
ফিফার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, উরুগুয়ের বিপক্ষে ম্যাচ চলাকালে নব্য-নাৎসি ব্যানার প্রদর্শন করেন রাশিয়ার এক দর্শক। ওই ব্যানারে উল্লেখিত সংখ্যাটি ছিল ৮৮, যা নব্য-নাৎসিদের ব্যবহৃত ‘হাইল হিটলার’-এর সাংকেতিক রূপ। জার্মানিতে নাৎসি শাসনকে অভিবাদন জানানোর জন্য এই শব্দের উৎপত্তি।
ফিফার চোখ এড়ায়নি ৮৮ সংখ্যাযুক্ত ব্যানারটি। সেই ব্যানারকে কেন্দ্র করে শুরু হওয় বিতর্কে রাশিয়া গুনল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৮৫ হাজার টাকা। এই ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলে হারে স্বাগতিক রাশিয়া।
ব্রাজিলের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে অশোভন বক্তব্য ও রাজনৈতিক বৈষম্যপূর্ণ ব্যানার নিয়ে প্রবেশ করেছিল সার্বিয়ার সমর্থকরা। এ জন্য সার্বিয়াকে জরিমানা করা হয়েছে ২০ হাজার সুইস ফ্রাঙ্ক। এই নিয়ে দ্বিতীয়বারের মতো জরিমানার খড়গে পড়ল গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটি।
এর আগে সুইজারল্যান্ডের বিপক্ষের ম্যাচে বৈষম্যপূর্ণ ব্যানার নিয়ে প্রবেশ ও গোলোযোগ ঘটানোয় সার্বিয়া ফুটবল ফেডারেশনকে ৫৭ হাজার ৭০০ ডলার জরিমানা করা হয়েছিল।
ভক্তদের বিশৃঙ্খলার কারণে জরিমানা গুনতে হচ্ছে মেক্সিকোকে। স্টেডিয়ামে প্রবেশ অভিমুখে দর্শকদের ভিড়ের মধ্যে গণ্ডগোল করেন মেক্সিকান সমর্থকরা। নানা রকম স্লোগান দিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টাও করেন তারা। এ জন্য মেক্সিকো ফুটবল ফেডারেশনকে ১৫ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছে ফিফা।
রাশিয়া, সার্বিয়া ও মেক্সিকো ছাড়াও জরিমানার খড়গ নেমে এসেছে মরক্কোর ভাগ্যে। তারা অবশ্য জরিমানার খড়গে পড়ে রেফারিং নিয়ে সমালোচনা করায়। স্পেনের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ চলাকালে রেফারির সঙ্গে গণ্ডগোল বাঁধায় দেশটির ফুটবলাররা।
এখানেই শেষ নয়। ম্যাচ শেষ হতেই সরাসরি মাঠে চলে আসেন দলের ছয় স্টাফ। ফলে তাদের জরিমানা করা হয়েছে ৬৫ হাজার সুইস ফ্রাঙ্ক। ওই ম্যাচে স্পেনের সাথে ২-২ গোলে ড্র করে মরক্কো।
খবর ২৪ঘণ্টা/ নই