1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জানুয়ারিতে পাস হচ্ছে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০:৩১ অপরাহ্ন

জানুয়ারিতে পাস হচ্ছে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: দেশে দুই কোটি লোক কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দীর্ঘ প্রতিক্ষার পর অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন পাস হতে যাচ্ছে। এখন আইনটি জাতীয় সংসদে আছে। জানুয়ারির অধিবেশনে তা পাস হবে।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে আয়োজিত ‘১৪তম ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিএমই অব বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

নাসিম বলেন, দেশে চিকিৎসকদের ওপর রোগীর অনেক চাপ। কোনো রোগীকে না করার সুযোগ নেই। চিকিৎসক সংকট এখনো রয়েছে। এজন্য খুব শিগগিরি পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।

তিনি বলেন, চিকিৎসায় আমরা অনেক এগিয়েছি। কিন্তু রোগীদের সেবায় ডাক্তারদের আরো যত্নশীল হতে হবে। গ্রামে ডাক্তার থাকতে চান না। এভাবে চলবে না। চিকিৎসা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, ডাক্তারদেরও দায়িত্ববান হতে হবে।

চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, এ সরকার চিকিৎসকদের সর্বোচ্চ পদোন্নতি দিয়েছে। আমি মন্ত্রিত্ব থাকাকালীন সময়ই চিকিৎসকদের নিরাপত্তা আইন পাস করবো।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST