গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
“দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি” ‘হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, উপজেলা নির্বাচন অফিসার রোকাব আলী
দেওয়ান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকৌশলী হাবিবুর রহমান, রহনপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আঃ সাত্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, লিডার মোঃ ইব্রাহিম, সিনিয়র ফায়ারম্যান রেজাউল করিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে সিনিয়র ফায়ারম্যান মোঃ রেজাউল করিমের পরিচালনায় ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত হয়।
খবর ২৪ ঘণ্টা/আরএস