খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত কারাকাসের রাষ্ট্রদূত রাফায়েল রমিরেজ মঙ্গলবার পদত্যাগ করেছেন। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুরোধের প্রেক্ষিতে তিনি এ পদক্ষেপ নিয়েছেন বলে জানান।
খবরে বলা হয়, সমস্যা জর্জরিত দক্ষিণ আমেরিকার এ দেশে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতা আরো পাকাপোক্ত করতে মাদুরোর আগ্রাসী পদক্ষেপের অংশ হিসেবে রমিরেজকে অনেকদিন ধরেই নজরদারিত্বের মধ্যে রাখা হয়েছিল।
টুইটারে পোস্ট করা এক পত্রে তিনি লিখেছেন, ‘প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের অনুরোধে রাষ্ট্রদূতের পদ থেকে আমি পদত্যাগ করেছি। ’
তিনি এমন পদক্ষেপ আশা করছিলেন বলে পত্রে ইঙ্গিত দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজাকে উদ্দেশ করে তিনি এটি লিখেন।
চিঠিতে তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের নির্দেশনা পাওয়ার পর আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়। ’
এদিকে রমিরেজের স্থলাভিষিক্ত হিসেবে ভেনিজুয়েলার সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল মনকাদার নাম ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে রমিরেজ ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ’র প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি এ পদে ছিলেন।
সম্প্রতি রাষ্ট্রের প্রধান কয়েকটি পদে পরিবর্তন আনা হয়েছে। এদের মধ্যে রমিরেজের অনুগত এউলোগিও ডেল পিনো ও নেলসন মার্টিনেজকে পদ থেকে অপসারণ ও গ্রেফতার করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ