নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার ১২ নং সাধারণ ও ৪ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আয়োজন করা হয় জনগণের মুখোমুিখ অনুষ্ঠানের। নগরীর ফুদকীপাড়ায় মুন্নুজান স্কুলের সামনে কাজী নজরুল ইসলাম মঞ্চে কাউন্সিলর প্রার্থীরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হওয়া জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সুজন সমন্বয়কারী সুব্রত কুমার পাল ও মো. আসির উদ্দিন এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুজন সদস্য ও পিপিজি অ্যাম্বাসেডর মহেশ চন্দ্র সরকার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের রাজশাহী জেলা সম্পাদক মাহমুদুল আলম, সুজন সদস্য ও পিপিজি সমন্বয়কারী মো. মিজানুর রহমান, সুজনের রাজশাহী আঞ্চলিক সমন্বয়কারী শশাঙ্ক বরণ রায়।
অনুষ্ঠানে উপস্থিত জনগণ প্রতিদ্বন্ধী কাউন্সিলর প্রার্থীদের কাছে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমস্যার সমাধানে নির্বাচিত হলে প্রার্থীরা কী করবেন তা জানতে চান। এছাড়াও মশক সমস্যা, জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যাসহ এলাকার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। কাউন্সিলর নির্বাচিত হলে খাদ্য, বস্ত্র ,স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তাসহ সকল মৌলিক মানবিক চাহিদা নিশ্চিত করতে এলাকার মানুষকে সংগঠিত করে কাজ করার কথাও বলেন।
“জনগণের মুখোমুখি কাউন্সিলর প্রার্থী” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ডের প্রতিদ্বন্ধী কাউন্সিলর পদপ্রার্থী মো. নফিকুল ইসলাম, মো. সেলিম সেখ, শিহাব চৌধুরী, সরিফুল ইসলাম বাবু এবং সংরক্ষিত ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলফাতুন নেছা ।
অনুষ্ঠান শেষে সকল প্রার্থীগণ সুজন প্রণীত ১৩ দফা অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন এবং জনগণের সামনে কাউন্সিলর প্রার্থীগণ একে অপরের হাতে হাত রেখে সংহতি প্রকাশ করেন। উপস্থিত ভোটারগণও সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীর সপক্ষে ভোটাধিকার প্রয়োগ করার শপথ নেন।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।