আওয়ামী লীগ সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ কথা জানান।
ফখরুল বলেন, আইন, বিচার, প্রশাসন সম্পূর্ণরূপে সরকারের হাতের মুঠোয়। মানুষ এখন আদালত থেকে ন্যায়বিচার পায় না। আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার তার হীন স্বার্থ হাসিল করছে। মূলত জনগণকে বন্দি করে রাখতেই আইন-আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এই সরকার।
তিনি বলেন, মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মী আদালতে হাজির হলেই তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে। অথচ সরকারদলীয় লোকজন মানুষ খুন করেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
বিএ/
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।