নিজস্ব প্রতিবেদক : পবা উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মীসভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে দামকুড়া ইউনিয়নের হরিষার ডাইং এলাকায় রমজানের তাৎপর্য শীর্ষক কর্মীসভা, দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপি সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক মো. রায়হানুল আলম রায়হান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি সদস্য মো. রায়হানুল আলম রায়হান বলেন, মানুষের মন জয় করতে হবে ভালোবাসা দিয়ে। বিএনপি দল মানুষের মন জয় করার লক্ষ্যে রাজনীতি করে। তাই বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে দলটি। এ কারণেই দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে বিএনপি সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত রাজনৈতিক দল।
বিএনপি নেতা রায়হান আরও বলেন, হাজারো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র-জনতার নিদারুণ যন্ত্রণাকর পরিস্থিতির মধ্য দিয়ে গত ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তবে গণঅভুত্থানের সাফল্য ও সম্ভাবনা নস্যাৎ করে দিতে স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। দীর্ঘমেয়াদি রাষ্ট্র সংস্কার কার্যক্রম জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকরী হবে।
উল্লেখ্য, কর্মীসভা শেষে ইফতারের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় শিক্ষক, আইনজীবি, ইমাম, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
এসময় পবা উপজেলা বিএনপি’র সদস্য ও দামকুড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. তরিকুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আলী হোসেন, পবা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহাদত হোসেন হাবিব, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিম, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর দলের আহ্বায়ক মো. সোনারুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সহ পবা উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএ..