খবর২৪ঘন্টা ডেস্কঃ
নরসিংদীর শেখেরচরে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত। একটি বাড়িতে অভিযান শেষে দুইজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
অপারেশন ‘গর্ডিয়ান নট’ নামের অভিযানে নিহত দুই জনের এক জন নারী এবং একজন পুরুষ বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেননি এ কর্মকর্তা।
ঢাকা-সিলেট মহাসড়ক থেকে দুইশো মিটার দূরে পাঁচতলা ঐ বাড়ির পাশাপাশি মাধবদী পৌরসভার ছোট গদাইরচরের আরেকটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঐ বাড়িতেও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন মনিরুল ইসলাম।
ওদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের মহা পরিদর্শক ড. জাভেদ পাটোয়ারি বলেন, বাড়ির ভেতরে প্রচুর গোলাবারুদ থাকায় অভিযান শেষ হতে সময় লাগবে।
অভিযানে সোয়াতের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, কাউন্টার টেররিজম ইউনিট ও বোমা নিষ্ক্রীয়কারী দল অংশ নেয়।
খবর২৪ঘন্টা / সিহাব