1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জঙ্গিহানার প্রতিবাদে পাকিস্তান সুপার লিগ সম্প্রচার থেকে সরে এল আইএমজি-রিলায়েন্স - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৪ জানয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

জঙ্গিহানার প্রতিবাদে পাকিস্তান সুপার লিগ সম্প্রচার থেকে সরে এল আইএমজি-রিলায়েন্স

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ফেব্ুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: পুলওয়ামায় জঙ্গিহানার প্রতিবাদে আইএমজি-রিলায়েন্স পাকিস্তান সুপার লিগ সম্প্রচার থেকে সরে এল ৷ গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় এক জঙ্গিহানায় ৪০ জন সেনার মৃত্যু হয়৷ এমন দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে সংস্থাটি এই কাজ থেকে সরে আসছে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডএর কর্তা শোহেব শেখ এবং কামিল খানের কাছে মেল পাঠিয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ ঘটনাচক্রে ডিডি স্পোর্টস ভারতে এই খেলার সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রিলায়েন্সও এমন সিদ্ধান্ত নেয়৷

এক্ষেত্রে একমাত্র প্রযোজক হওয়ায় তারা সরে গেলে পাকিস্তান সুপার লিগের সম্প্রচার সম্ভব হবে না যতক্ষণ না কোনও বিকল্প প্রযোজক সংস্থার পরিষেবা পাওয়া যাচ্ছে ৷ তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান এক বিবৃতিতে জানান, এই বিষয়ে তাদের নতুন প্রযোজক সংস্থার নাম সম্ভবত সোমবার (১৮ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে৷

প্রসঙ্গত, সেদিন কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিহানার কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে উদ্বোধন হয় পাকিস্তান সুপার লিগে। আর পাকিস্তানের এই টি-টোয়েন্টি লিগের সম্প্রচারের বরাত জুটেছিল মুকেশ অম্বানির আইএমজি-রিলায়েন্সের ৷ দেখা গেল জঙ্গিহানার পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দেশজুড়ে ফের চাপান উতোর শুরু হলেও পাকিস্তানের রিলায়েন্স গোষ্ঠীর ব্যবসায়ে কোন ছেদ পড়ছে না। ফলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর ছড়ানোর পরে সোশ্যাল মিডিয়াতেও এই শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে নানা কু মন্তব্য চলতে থাকে৷ ফলে কিছুটা চাপে ছিল এই শিল্পগোষ্ঠী তা বলার অপেক্ষা রাখে না৷

পাকিস্তান সুপার লিগের গ্রুপ লিগ ম্যাচগুলি আমিরশাহিতে হলেও তার পরবর্তী ম্যাচগুলি কিন্তু হবে পাকিস্তানেই। কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত সেই সব ম্যাচের সম্প্রচার করার কথা আইএমজি-রিলায়েন্সের। গত জানুয়ারি মাসে প্রকাশিত রিপোর্ট এই সম্প্রচারের স্বত্ব পাওয়ার পরে নাকি পাকিস্তানে গিয়ে প্রস্তুতি শুরু করেছিল আইএমজি-রিলায়েন্সের কর্মীরা।

তাছাড়া দেখা গিয়েছে, ইতিমধ্যেই দেশপ্রমের প্রমাণ দিতে জঙ্গি হামলার প্রতিবাদে করাচি সফর বাতিল করেছেন জাভেদ আখতারও-শাবানাআজমি৷ তাছাড়া দু’দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক এখনও এতটাই খারাপ যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে ২০১৩ সালের পর থেকে। এরপর পুলওয়ামার এমন ঘটনার পর এখন সে রকম সিরিজ কোনও রকম শুরুর সম্ভাবনাও নেই অথচ অদ্ভূত ভাবে পাকিস্তানের সঙ্গে রিলায়েন্সের ব্যবসা কিন্তু বন্ধ থাকছে না৷ ফলে প্রশ্নও উঠছিল নানা মহলে৷

সেই প্রেক্ষিতে পরিস্থিতি কিছুটা ব্যালান্স করতেই শনিবার এই শিল্পগোষ্ঠীর অন্যতম সংস্থা রিলায়েন্স ফাউন্ডেশন শহিদ সেনা পরিবারকে সাহায্যের কথা ঘোষণা করেছিল৷ শহিদ জওয়ানদের পরিবারে লোকেদের শিক্ষা এবং জীবন ধারণের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে রিলায়েন্স ফাউন্ডেশন৷ একথা জানালেও তখনও সম্প্রচারের কাজ থেকে সরে আসার কথা জানা যায়নি৷ ফলে সেনা পরিবারকে সাহায্য করতে এগিয়ে এলেও সমালোচনা এড়াতে পারছিল না রিলায়েন্স গোষ্ঠী৷ তার উপর ডিডি স্পোর্টস ভারতে এই খেলার সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্তের জেরে এবার রবিবার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলেই মনে করছে বিভিন্ন মহল৷

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST