সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি (আইএইচটি) কলেজের সাধারণ ছাত্রীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা অন্যায় ভাবে হামলা করে কয়েকজনকে আহত করেছে।
রাজশাহী জেলা ছাত্রদল এই ন্যাকারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আইএইচটি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাচ্ছে । ছাত্রলীগ সারা বাংলাদেশের শিক্ষার পরিবেশ নষ্ট করেই চলেছে এবং সাধারণ ছাত্র-ছাত্রীরা শিক্ষার সুষ্ঠ পরিবেশের জন্য যখন কোন আন্দোলন করে ঠিক তখনই ছাত্রলীগ তাদের উপর হামলা করে রাজশাহী আইএইচটিতেও একই ঘটনা ঘটেছে কলেজ প্রশাসন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের কাছে অসহায় হয়ে পড়েছে বিনষ্ট হচ্ছে স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা । ছাত্রলীগ এখন একটি সন্ত্রাসী সংগঠনে পরিনিত হয়েছে, ক্যাম্পাসে চাদাবাজি,হল দখল,প্রশ্নপত্র ফাঁস সহ সকল অকর্মের সাথে ছাত্রলীগ জড়িত। আইএইটি’র ছাত্রীদের হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।