1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ছাত্রদের আন্দোলনে নেতাকর্মীদের শরিক হওয়ার আহ্বান ফখরুলের - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

ছাত্রদের আন্দোলনে নেতাকর্মীদের শরিক হওয়ার আহ্বান ফখরুলের

  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

খবর২৪ঘন্টা ডেস্ক : সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলনে দলের সব নেতাকর্মীকে শরিক হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ আগস্ট) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে আজ গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে। সরকরের পদত্যাগের দাবিতে জনগণ রাস্তায় নেমেছে। পুরো দেশ সরকারের বিরুদ্ধে একাট্টা। ছাত্র জনতার আন্দোলন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে মন্তব্য করে জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে দেশের সব আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানিয়েছেন ফখরুল।

এদিকে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন বাস্তবায়নে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শাহবাগ এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

এ ছাড়া মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় আন্দোলনকারী-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাছাড়া মাগুরায় পুলিশের সঙ্গে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাব্বী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST