নিজস্ব প্রতিবেদক :
যৌণ হয়রানির শিকার রোগীর খালার কাছে মাফ চেয়ে বিষয়টি মীমাংসা করলেন ডা. ডিএ রশীদ। রোববার গভীর রাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী ও তার স্বজন এবং পুলিশের সামনে এ মীমাংসা হয়।
মীমাংসা বৈঠকে চিকিৎসক তার কাজের জন্য দুঃখ প্রকাশ করে রোগীর কাছে ক্ষমা চান। এ জন্য রোগীর স্বজনরা অভিযোগ না দিয়ে বিষয়টি মীমাংসা করেন।
ভুক্তভোগী রোগীর স্বামী জানান, ডাক্তার তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। তাই তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। অভিযোগ দিয়ে ঝামেলায় জড়াতে চায়নি। থানা পুলিশ ও ডায়াগনস্টিক কর্তৃপক্ষ উপস্থিত ছিল।
এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, বিষয়টি মীমাংসা হয়েছে। ডাক্তার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে। রোগীদের পক্ষ থেকে অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হতো।
উল্লেখ্য, গত রোববার রাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিজ চেম্বারে ডা. ডিএ রশীদ রোগী ও তার খালার যৌণ হয়রাণির চেষ্টা করে বলে অভিযোগ উঠে। এরপর তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে বিষয়টি মীমাংসা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে