খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: চীনে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন। দেশটির উত্তরাঞ্চলীয় এলাকার তিয়ানজিনে শুক্রবার সকালের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্রে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ভোর রাত ৪টার দিকে তিয়ানজিনের হেক্সি জেলার একটি বহুতল ভবনের ৩৮ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দুই ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে যে, বাসার ভিতরের সাজসজ্জার সরঞ্জাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। এ ঘটনায় তদন্ত কমিটি কাজ করে যাচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ