খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: কভিড-১৯ প্রতিরোধে চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানায়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ সোমবার ( ২৭ জুলাই) রাজধানীর রেল ভবনে বাংলাদেশের কাছে ১০টি ভারতীয় রেল ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে এ কথা জানান তিনি। আব্দুল মোমেন বলেন, চীনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানায়নি।
বাংলাদেশে চীনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল খুব শিগগির শুরু হবে বলে আশা করা হচ্ছে। দেশের সাতটি হাসপাতালের দুই হাজার ১০০ স্বাস্থ্যকর্মীর উপর এই ট্রায়াল হবে। তবে এই ভ্যাকসিনের অনুমোদন কোন মন্ত্রণালয় দেবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
খবর২৪ঘন্টা/নই