1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চিনতে পারছেন বলিউডের এই গণিতজ্ঞকে? - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

চিনতে পারছেন বলিউডের এই গণিতজ্ঞকে?

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৬ সেপটেম্বর, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: শিক্ষক দিবসে বহু সেলেব্রিটিরা নিজেদের শিক্ষকের ছবি দিয়ে তাঁদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন৷ বাদ গেলে না হৃত্বিক রোশনও৷ ট্যুইটার হ্যান্ডেলে শিক্ষকের ছবি পোস্ট করলেন৷ এই শিক্ষককে আমরা সকলেই চিনি বলিউডের গ্রিক গড হিসেবে৷ তিনিই আজ ছাত্র-ছাত্রীদের ম্যাথেমেটিশিয়ান৷ তিনি আর কেউ নন হৃত্বিক রোশন নিজেই৷

টিচার্স ডে সেলিব্রেশনে নিজেদের ফ্যানদের আরও একটি সেলব্রেশনের কারণ দিলেন তিনি৷ ট্যুইটারে ‘সুপার থার্টি’ ফার্স্ট লুক প্রকাশ করলেন অভিনেতা৷ ‘অব রাজা কা বেটা রাজা নাহি বানেগা৷ আব রাজা ওহি বানেগা জো হাকদর হোগা’৷ এমনই ধাঁধালো ট্যাগলাইন ছবির৷ এই গোলক ধাঁধায় ভরা ট্যাগলাইনের অর্থ কী? উত্তর মিলবে আগামী বছর ২৫ জানুয়ারি৷ ততদিন অপেক্ষা করে যেতে হবে হৃত্বিকের এই মোস্ট আওয়েটেড প্রজেক্টের অন্যান্য আপডেটের জন্য৷

ফার্স্ট লুক মুক্তি পাওয়ার আগেও বেশ কিছু সেটের ছবি ভাইরাল হয়েছিল৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল হৃত্বিকে অচেনা সেই মূর্তি৷ যে মেকআপ এবং পোশাক পরে অভিনেতা শহরের সড়কে ঘুরে বেড়াচ্ছিলেন তাতে কারও তাঁকে চেনার জো ছিল না৷ তিনিই যে বলিউডের ‘ক্রিশ’ তা রাস্তার বহু মানুষই ধরতে পারেনি৷ বুঝবেনই বা কী করে? মুখ ভরতি দাঁড়ি, এবড়ো খেবড়ো চুল, নোংরা জামাকাপড়৷ তাঁর দিকে সহজে চোখই যাবে না কারও৷ কিন্তু এবার আর চোখ সরবে না দর্শকের৷ ফার্স্ট লুকে ফুটে উঠেছে হৃত্বিকের চেহারার ক্লোজ আপ লুক৷ চোখ মুখে অদম্য সাহস৷ একই সঙ্গে তিনটি লুক রিভিল করেছেন অভিনেতা৷

প্রতিটি পোস্টারে হৃত্বিক ছাডা়ও রয়েছে বেশ কয়েকটি ছেলে-মেয়ের ছবি৷ ‘সুপার থার্টি’তে গণিতজ্ঞের ভূমিকায় অভিনয় করছেন তিনি৷ এবং তাঁর ছাত্র-ছাত্রীদের ভূমিকায় পোস্টারের বাকি ছেলে-মেয়েরা৷ সবার লুক দেখে বোঝা যাচ্ছে তারা বস্তিবাসী৷

সুপার থার্টি আসলে একটি বিশেষ অঙ্কের অনুষ্ঠান৷ পাটনায় হয়েছিল এটি৷ আনন্দ কুমার নামক এক গণিতজ্ঞ তিরিশ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে এই অনুষ্ঠান শুরু করেন৷ প্রত্যেক ছাত্র-ছাত্রীর আর্থিক অবস্থা খারাপ ছিল৷ যাদের নিয়ে অসাধ্য সাধন করেছিলেন আনন্দ কুমার৷ আনন্দ কুমারকে নিয়েই তৈরি হয়েছে এই বায়োপিক৷ হৃত্বিক রোশানের বিপরীতে দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, পঙ্কজ ত্রিপাঠি এবং অমিত সাধকে৷ এমনকি গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টেলিভিশন অভিনেতা নন্দিশ সিংকে৷

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST