ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

চিটাগংকে ১৫৮ রানের টার্গেট দিলো রাজশাহী কিংস

admin
নভেম্বর ২৯, ২০১৭ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

রয়েল খান স্পোর্টস ডেস্ক: শেষ চারের আশা টিকিয়ে রাখতে চিটাগংয়ের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই রাজশাহীর। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে খুব বড় সংগ্রহ পায়নি রাজশাহী কিংস। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৫৭ রান। ফলে চিটাগংয়ের ম্যাচে জিততে হলে করতে হবে ১৫৮ রান।

টস জিতে রাজশাহীর হয়ে ওপেন করতে আসেন লুক রাইট ও মুমিনুল হক। কিন্তু লফটেড ড্রাইভ খেলতে গিয়ে থার্ডম্যানে ধরা পরেন মুমিনুল হক। ফলে মাত্র ৭ রানেই সাজঘরে ফেরেন তিনি। দলটির আরেক ওপেনার লুক রাইটও খুব বেশি কিছু দিতে পারেনি দলকে। ২১ বলে চার বাউন্ডারির সাহায্যে তিনি করেন ২৫ রান।

এবারের আসরে নিজেকে অন্যভাবে মেলে ধরা জাকির হোসেনও আজ তেমন কিছু করতে পারেনি। ১১ বলে করেন ১৭ রান। তবে এই ১৭ রান করতেই তিনি এক ছয় ও দুইটি চার মারেন।

এরপর উইকেটে আসেন মুশফিকুর রহীম। ২২ বল খেলে তিনি করেন ৩১ রান। যার মধ্যে ছিল চারটি চার ও একটি ছয়ের মার। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন ড্যারেন স্যামী। ২৫ বলে ৪০ রান। যার মধ্যে ছিল ২টি চার ও ৩টি ছয়। আর ফ্রাঙ্কলিন করেছেন ৩০ রান।

চিটাগংয়ের হয়ে রিকি একাই নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম ও নাঈম হাসান একটি করে উইকেট নেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।