খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফরিদপুর, মধুখালী ও সালথা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে বাজারের জুতাপট্টিতে আগুন জ্বলে ওঠে। দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় জুতাপট্টির পাশাপাশি চালের বাজার ও গোডাউনেও আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে জুতার দোকান, কসমেটিকস , হার্ডওয়্যার, ওষুধ, ইলেকট্রনিকস, চালের দোকান, মুদি দোকানসহ ২২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দুই কোটি টাকা।
তিনি আরও জানান, ফরিদপুর, সালথা ও মধুখালী থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আলীমুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদর ইউএনও মাসুম রেজা ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক।
খবর২৪ঘন্টা/নই