খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃ প্রশাসনে চার অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এরমধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মহিবুর রহমানকে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ইসমাইল হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
অন্যদিকে, স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ে, বিয়ামের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব উল আলমকে বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (মেম্বার ডিরেক্টিং স্টাফ) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।খবর২৪ঘন্টা /এবি