নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাট উপজেলায় র্যাব-৫ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার লিটার দেশি মদ ধ্বংস ও দু’জনের বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। কারাদ- প্রাপ্তরা হলো, আব্দুল হালিম ওরফে ট্যাংরা ও মুখলেছুর রহমান। সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, গতকাল সোমবার দুুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত র্যাব-৫ এর ভ্রাম্যমাণ আদালত রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৫০ হাজার লিটার দেশি মদ জব্দ ও দু’জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুল হালিম ওরফে ট্যাংরাকে ১ বছরের জেল ও মুখলেছুরকে ৩ মাসের জেল দেওয়া হয়। পরে জনসম্মুখে দেশি মদ ধ্বংস করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে