নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে এক হাজার ১০ পিস ইয়াবাসহ দুলাল হোসেন (৩৭) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী নগরীর চন্দ্রিমা থানার শিরোইল রেলওয়ে কলোনী খলিলুর রহমানের ছেলে। শনিবার দুপুর দেড়টার দিকে তাকে চারঘাট উপজেলার জয়পুর এলাকা
থেকে আটক করা হয়।র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শনিবার দুপুরে রাজশাহী জেলার চারঘাট থানাধীন জয়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে দুলালকে এক হাজার ১০ পিস ইয়াবাসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আরএস